速報APP / 圖書與參考資源 / আমরা সবাই কুরআন শিখবো কেন?

আমরা সবাই কুরআন শিখবো কেন?

價格:免費

更新日期:2017-06-04

檔案大小:2.8M

目前版本:Quran Essay v1.0

版本需求:Android 4.0.3 以上版本

官方網站:http://www.drmiaji.com

Email:bmiaji@gmail.com

聯絡地址:隱私權政策

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖1)-速報App

অবিস্মরণীয় আয়োজন

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖2)-速報App

আমরা সবাই কুরআন শিখবো কেন?

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖3)-速報App

====================

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖4)-速報App

মহান রবের অশেষ প্রশংসা এবং রাহমাতুল্লালিল 'আলামীন ﷺ এর প্রতি অজস্র দরূদ ও সালাম।

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖5)-速報App

দেশের স্বনামধন্য দীনি শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়ার মাননীয় উপাধ্যক্ষ মুহতারাম আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক সাহেবের উদ্যোগে ফেসবুক ভিত্তিক অভিনব এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনার বিষয়বস্তু ছিল "আমরা সবাই কুরআন শিখবো কেন?" শিক্ষক-শিক্ষার্থীসহ জ্ঞানপিপাসু অসংখ্য মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত সময়ের মধ্যে ৪৪টি রচনা জমা পড়ে এবং জমা দেবার সময় অতিক্রান্ত হবার পরও ৩ জন তাদের রচনা জমা দেন। হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী নিজেদের মূল্যবান সময় দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া রচনাগুলো অধীর আগ্রহ নিয়ে পড়েন এবং অনলাইনে নিজস্ব মতামত ব্যক্ত করে মন্তব্য আর লাইকের বন্যা বয়ে দেন।

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖6)-速報App

মহাগ্রন্থ আল-কুরআন মানবতার মুক্তির সোপান। আমাদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত সমস্যার এক অমোঘ সমাধান এই মহাগ্রন্থ। বিশ্বরাজনীতি আজ কিছু লোভী, হিংসুক, ইসলামবিদ্বেষীর সরাসরি নিয়ন্ত্রণে। এরা একের পর এক মুসলিম রাষ্ট্র ও দেশ ধ্বংস করে চলেছে। সোভিয়েত রাশিয়ার কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার মিথ্যা আস্বাসে এরা গড়ে তোলে তালেবান। তালেবানকে শায়েস্তার নামে ধ্বংস করে আফগানিস্তান। মারণাস্ত্র রাখার মিথ্যা অভিযোগে ধ্বংস করে ইরাক। আরব বসন্তের নাম করে কব্জা করে মিশরের শাসনব্যবস্থা। বাশারমুক্ত সিরিয়ার স্বপ্ন দেখিয়ে সেখানে তৈরি করা হয় আইএস, নুসরা ফ্রন্ট, দায়েশসহ আরো অনেক বিদ্রোহী দল। সিরিয়া এখন একটি ভূলুণ্ঠিত ধ্বংসস্তূপের নাম। গণতন্ত্রের মিথ্যা আশ্বাসে ধ্বংস করা হয় লিবিয়া, লেলিয়ে দেয়া হয় তাদের সৃষ্ট এবং আশীর্বাদপুষ্ট আইএস। ফলে সেখান থেকে শান্তি চিরবিতাড়িত। ইরান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু আর কতদিন পারবে তা কেউ জানে না। কাশ্মীরসহ এশিয়া ও আফ্রিকার অনেক দেশে মুসলিমরা এখন নিয়মতান্ত্রিক নিষ্পেষণের শিকার।

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖7)-速報App

কুরআনের সঠিক জ্ঞান না থাকায় অমুসলিমদের পাতানো ফাঁদে পা দিয়ে একদল ইসলামের নামে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে আর সাধারণ মানুষ অমুসলিম ও ইসলামের শত্রুদের এই চক্রান্ত ধরতে না পেরে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মুক্তির সোপান মনে করে নিজেদের অসহায়ত্বকে জানান দিচ্ছে।

আমরা সবাই কুরআন শিখবো কেন?(圖8)-速報App

বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশ নিজেদের স্বাধীন মনে করছে, সেগুলোতে রয়েছে পশ্চিমা ও ইসলাম-বিদ্বেষী মহলের শকুনদৃষ্টি। মুসলিম দেশে মুসলমানরা আজ পরবাসীর মতো জীবনযাপন করছে। মাথা উঁচু করে যাতে কোন মুসলমান দাঁড়াতে না পারে সেজন্য এদের রয়েছে অবিনাশী মরণফাঁদ। এই মরণফাঁদ মাকড়শার জালের মতো সর্বত্র বিরাজমান। যে মুলসিম জাতি অর্ধ পৃথিবী শাসন করেছে, সে জাতি আজ উট পাখীর মতো বালিতে মাথা গুঁজে মিথ্যা আশ্রয়ের সন্ধান করছে। কেন আজ এ অবস্থা? এর একমাত্র কারণ আমরা কুরআনের শিক্ষা থেকে যোজন যোজন দূরে। ফলে কুরআনের আলো আমাদের আর আলোকিত করে না।

এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল আমাদের ধর্মীয় মহাগ্রন্থ আল-কুরআন বিমুখ জাতিকে কুরআনের প্রতি আগ্রহী করে তোলা। কুরআন ছুড়ে ফেলে দেবার ফলে তাদের এ দুর্দশা, তাই কুরআনকে জানার ও বোঝার প্রয়োজনীয়তা উপলব্ধি করানোই এই প্রতিযোগিতা অনন্য লক্ষ্য।

"আমরা সবাই কুরআন শিখবো কেন?" বিষয়টি ব্যাপক এবং এ নিয়ে মাত্র ১০৫০ শব্দে লিখা সম্ভব নয়। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের সাধ্যমত চেষ্টা করেছেন নিজেদের লেখায় কুরআন শেখার প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলার। প্রতিযোগিতার বেশিরভাগই দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফলে তাদের লেখায় তাদের নিজস্ব উপলব্ধি জীবন্ত হয়ে প্রকাশ পেয়েছে। তারা দৈনন্দিন কুরআন ও সুন্নাহর যে চর্চা করে যাচ্ছেন, তার আলোকে স্ব স্ব রচনায় অতি মনোরম ও চমৎকার ভাবে কুরআন শেখার গুরুত্ব ফুটিয়ে তোলার পাশাপাশি কুরআনকে দূরে ঠেলে দেবার ইহলৌকিক ও পারলৌকিক পরিণাম তুলে ধরতে সক্ষম হয়েছেন। তবে বিষয়টি যেহেতু স্বল্প পরিসরে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়, তাই কোন একটি নির্দিষ্ট রচনায় পুরো উপলব্ধি উঠে না এলেও, এই প্রতিযোগিতার বেশির ভাগ রচনায় সম্মিলিতভাবে কুরআনের গুরুত্বের সার্বিক রূপ নিশ্চিতভাবে ফুটে উঠেছে। আর এ কারণে এই এপকে কেবলমাত্র নির্দিষ্ট কিছু রচনায় সীমাবদ্ধ না রেখে বিজয়ীদের তালিকা অনুসারে এখানে মোট ৩০ টি শ্রেষ্ঠ রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব রচনা এখানে সন্নিবেশিত করা হয়নি, সেগুলোর মধ্যেও সাহিত্য ও তথ্য মানে সমৃদ্ধ অনেক রচনা রয়েছে। ঘষামাজা করতে পারলে সেগুলো থেকেও একেকটি রচনা তথ্যসমৃদ্ধ হয়ে উঠতে পারতো। সময়ের অভাবে সেগুলো নিয়ে কাজ করা সম্ভবপর হয়ে উঠেনি।

আল্লাহ্‌ পাক আমাদের সবার এই পরিশ্রম, অবদান এবং প্রচেষ্টাকে কবুল করুন এবং এর দ্বারা বাংলাভাষী সাধারণ মুসলমানকে কুরআনের প্রতি উদ্বুদ্ধ করে তুলুন এ প্রার্থনা করি। আমীন।